• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নীলফামারীতে ট্রিপল মাডার, তথ্য উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ

  • ''
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে দুই সন্তান ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহতরা হলেন, স্ত্রী তহুরা বেগম (৩৫), দুই শিশু কন্যা আয়শা তানিয়া (৮) ও জারিন (৫)। 
অপরদিকে, রক্তাক্ত অবস্থায় স্বামী আশিকুর হক বাবু মোল্লাকে (৪২) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সদর থানার ওসি তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার  সকালে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি বাজার ও সুতাকল এলাকার ৮নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।  দুই  সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।  তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি বলে জানান সিআইডি।  আসল ঘটনা জানতে বিভিন্ন সংস্থা সেখানে কাজ করছেন।

জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রক্তাত্ব অবস্থায় আশিকুর হক বাবু মোল্লাকে এলাকাবাসী দেখতে পায়।  পরে তাকে উদ্বার করে নীলফামারী ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তাস্তর করেন।

ওসি তানভিরুল ইসলাম দুপুরে জানান, দুই সন্তান ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ আপাতত বলা যাচ্ছে না।  ঘটনাস্থলে পুলিশ, সিআইডি, ডিবির ফরেনসিক দল আলামত সংগ্রহ করছে।  এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads